ব্যবসা

সেরা ১০টি অনলাইন ব্যবসার আইডিয়া – যেকোন ১টি শুরু করুন আজই

১০টি সেরা অনলাইন ব্যবসার আইডিয়া | শুরু করুন যেকোন একটি। বিশ্বজুড়ে অনলাইনে ব্যবসার পরিধি ও প্রসার এত ব্যাপক হারে বাড়ছে। ধারণা করা হচ্ছে।

আগামী কয়েক বছরে সারা বিশ্বের মোট জনসংখ্যার ৬০% থেকে ৭০% জন লোক। অনলাইনে পন্য ক্রয় করবে।

এছাড়া অনলাইন বিজনেসে লাভের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাই অনলাইনে ব্যবসা করার ১০টি আইডিয়া নিয়ে এই আর্টিকেলটি প্রকাশ করেছি।

হোস্টিং ফ্যাক্টস এর মতে। বিশ্বব্যাপী ৯৬৬ মিলিয়ন ওয়েবসাইটের মধ্যে ১০০ মিলিয়ন এরও বেশি ওয়েবসাইট। অনলাইনে ব্যবসা পরিচালনা করছে।

বর্তমান সময়ে উন্নয়নের যূগ। তাই বিশ্বব্যাপী অনলাইন বিজনেস গুলোর সফলতার দৃষ্টান্ত দেখে। আমাদের দেশের মানুষদের মাঝেও। অনলাইন বিজনেস এর প্রতি আগ্রহ বাড়ছে।

অনলাইন ব্যবসার আইডিয়া

অনলাইনে ব্যবসা করে। দেশের অনেক উদ্যোক্তা ইতো মধ্যে অবিশ্বাস্য সফলতা পেয়েছে।

মানুষজন আগেকার মতো, দোকানে দোকানে গিয়ে। জিনিসপত্র কেনার চেয়ে। ঘরে বসে কেনাকাটা করতে বেশি আগ্রহী হচ্ছে।

কারণ সময়ের সাথে সাথে দ্রুত প্রসারিত হচ্ছে অনলাইন ব্যবসা ও এর চাহিদা। এমনিতেও আমাদের প্রাত্যহিক জীবন যাত্রায়, যেরকম পরিবর্তন আসছে।

তাতে এখন আর আগের মতো, গতানুগতিক ব্যবসা করার মাধ্যমে। নতুন করে সফলতা পাওয়া সবার পক্ষে সম্ভব নাও হতে পারে।

এসকল বিষয় বিবেচনা করে। ১০টি সেরা অনলাইন ব্যবসার আইডিয়া উল্লেখ করলাম। অনলাইন ব্যবসার এর প্রতি যদি আপনারও আগ্রহ থাকে। তাহলে জেনে নিন দারুন সেই ১০টি বিজনেস আইডিয়াঃ-

অনলাইন বিজনেস এর প্রকারভেদ

অনলাইন বিজনেসকে সাধারণত ২টি ভাগে ভাগ করা যায়-
১. পণ্য ভিত্তিক
২. সেবা ভিত্তিক

এখানে আমি পন্য ভিত্তিক অনলাইন ব্যবসার আইডিয়া শেয়ার করছি।
সময় থাকলে; সেরা ১০টি সেবা ভিত্তিক অনলাইন বিজনেস আইডিয়া পেতে পড়ুনঃ

সেরা সেবা ভিত্তিক বিজনেস আইডিয়া

পণ্য ভিত্তিক অনলাইন ব্যবসার আইডিয়া

প্রথমেই পণ্য ভিত্তিক সেরা ও বর্তমান সময়ে বহুল জনপ্রিয় ব্যবসার আইডিয়াগুলো নিয়ে সংক্ষেপে বর্ণনা করছি। তো চলুন, শুরু করা যাকঃ-

১) ই-কর্মাস

ইন্টারনেট দুনিয়াতে সর্বজন গৃহিত জনপ্রিয় বিজনেস তালিকার মধ্যে ই-কমার্স বিজনেস খুবই জনপ্রিয়। অনলাইনে ব্যবসা করার কথা বললেই।

সবার প্রথমে যে বিষয়টি চলে আসে। তা হলোঃ ই-কমার্সে বিজনেস।

মোটকথা অনলাইনে ব্যবসার তালিকায় প্রথম অবস্থানে আছে ই-কমার্স। বিশ্বের বড় বড় ই-কমার্স কোম্পানিগুলোর অন্যতম হলো: আলীবাবা.কম।

যার প্রতিষ্ঠাতা জ্যাক মা’। জ্যাক মা’র জীবণী থেকে জানতে পারেন। ই-কমার্স বিজনেস মডেল, কিভাবে বিশ্বটাকে পাল্টে দিল।

আপনি চাইলে এই ই-কমার্স ধারায়। আপনার অনলাইন বিজনেস শুরু করতে পারেন।

এজন্য এখান থেকেও আপনি ই-কমার্স ব্যবসা সম্পর্কে ভালো আইডিয়া পেতে পাবেন।

২) হস্তশিল্প

প্রাচীনকাল থেকে শুরু করে আজ অব্দি। হস্তশিল্পের চাহিদা কোনো অংশেই কমেনি। নিজের, পরিবেশ ও ঘরের সৌখিনতা প্রকাশের জন্য।

এবং দৈনন্দিন জীবণের নিত্য প্রয়োজনীয় হরেক রকমের চাহিদা পূরণের জন্য। আমাদেরকে প্রায়ই হস্তশিল্পের উপর নির্ভরশীল হতে হয়।

আপনি চাইলে খুব কম পরিমাণে ইনভেস্ট করে। হস্তশিল্পের ব্যবসা শুরু করতে পারেন।

এজন্য আপনাকে কিভাবে কি করতে হবে। সে বিষয়ে বিস্তারিত জানতে। গুগলসহ জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর সাহায্য নিতে পারেন।

৩) বই বিক্রির ব্যবসা

বর্তমানে যদিও অনলাইনে বই বিক্রয়ের অনেক ওয়েবসাইট আছে। তবে হতাশ হওয়ার কিছুই নেই।

আপনি চাইলে নতুন বই বিক্রির পাশাপাশি, পুরাতন বই বিক্রি করেও টাকা আয় করতে পারেন। কারণ পুরাতন বই এর চাহিদা কতটা বেশি।

আপনি বাংলাদেশের রাজধানী ঢাকা’র নীলক্ষেত এ ঘুরে আসলেই। সেটা বুঝতে পারবেন।

২০১৯ ইং বিশ্বের #1 ধনী ব্যক্তি জেফ বেজোস। তার প্রতিষ্ঠিত বিশ্ব বিখ্যাত ই-কমার্স প্লাটফর্মঃ অ্যামাজন.কম এ বই বিক্রি করেই তার ব্যবসার পরিধি প্রসার করেছিলেন। তারপর চাহিদা অনুযায়ী একের পর এক এক করে। জীবণের সাথে জড়িত ও প্রয়োজনীয় সকল বিষয়ে ই-কমার্স ভিত্তিক ব্যবসা শুরু করেন।

জেফ বেজোস সম্পর্কে বিস্তারিত জানুন

বাংলাদেশের মাহমুদ ভাইয়ের রকমারি ডট কম নিয়ে রিসার্চ করুন। তাহলেই জানতে পারবেন: আমাদের দেশে অনলাইনে বই কেনার পাঠক সংখ্যা দিন দিন কেমন বৃদ্ধি পাচ্ছে?

সেরা কয়েকটি বানিজ্যিক আইডিয়া

৪) এফিলিয়েট মার্কেটিং বিজনেস বিজনেস

অনলাইনে ইনকামের অন্যতম বিশেষ একটি ক্যাটাগরি হলো। অ্যাফেলিয়েট মার্কেটিং করে আয়।

এই সেক্টরের কাজগুলো মার্কেটিং ভিত্তিক নিয়ম মেনে চলে। অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করাকে অ্যাফেলিয়েট মার্কেটিং বলে।

এ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুনঃ অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করুন

৫) মৌসুমি পণ্য বিক্রয় করে আয়

আপনি হয়তো দেখেছেন। লোকালয়ে অনেকেই টুকরি/ঝুঁড়ি বা ভ্যান গাড়িতে করে, মৌসুম ভিত্তিক বিভিন্ন জাতের ফল-ফলাদি বিক্রয় করে। হ্যাঁ! আমি মৌসুমি পণ্য বিক্রয়ের কথাই বলছি।

সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের বিশ্বস্ততার অবস্থানটাও পরিবর্তন হচ্ছে। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে।

আপনি লোকাল বিজনেসকে অনলাইন বিজনেসের সাথে তুলনা করতে পারেন।

এখনকার সময়টাতে। মানুষ লোকাল বিজনেস এর চেয়ে অনলাইন বিজনেস এ বিশ্বাসী ও আগ্রহী হয়ে উঠছে।

সুতরাং চাইলে অন্যান্যদের মতো, আপনিও অনলাইনে মৌসুমি পণ্য বিক্রয় করে আয় করতে পারেন।

৬) পুরাতন জিনিস ক্রয়-বিক্রয়

তৃতীয় বিশ্বের মধ্যে অন্যতম হলো: আমাদের দেশ। আমাদের দেশে নতুন জিনিসের যেমন চাহিদা। তেমনি পুরাতন জিনিসের চাহিদাও কোন অংশে কম নয়।

পুরাতন জিনিসের কি রকম চাহিদা। এটা বুঝার + জানার জন্য আপনি বিক্রয়-ডট-কম এ ভিসিট করতে পারেন। এই ব্যবসা শুরু করার জন্য।

প্রাথমিকভাবে আপনি ফেসবুক Group বা পেজ এর মাধ্যমে। ক্রয়-বিক্রয় শুরু করতে পারেন।

৭) পাইকারি পণ্য বিক্রয় ব্যবসা

অনলাইনে পাইকারি মূল্যে পণ্য বিক্রি করার অনেক সুবিধা রয়েছে। এজন্য কাষ্টমারের পিছনে আপনাকে দৌড়াতে হবেনা।

বরং কাষ্টমারই আপনার পণ্যকে নগদ টাকার বিনিময়ে ক্রয় করতে আসবে। প্রতিনিয়ত অনলাইনে পাইকারি দরে ক্রয়-বিক্রয়ের চাহিদা ক্রমশ বাড়ছে।

এছাড়াও সবচেয়ে বড় কথা হলোঃ আমাদের দেশে এখনও চাহিদা অনুযায়ী।

অনলাইনে পাইকারি ব্যবসায়ীদের আনা-গোনা হয়নি। ( তবে ডিপ সাইটের বিষয়টা ভিন্ন) । তাই আপনার জন্য এই সময়টা খুবই সুবিধাজনকও বলতে পারেন।

৮) অনলাইন ফার্মেসি

অনেক সময় এমন হয় যে। প্রায়ই ফার্মেসীতে গিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পাওয়া যায় না।

সে সময়, অনেক ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হয়। আবার শহরের অনেক আবাসিক এলাকাতে ফার্মেসি না থাকার কারণে। জরুরি প্রয়োজনে ওষুধ সামগ্রী কিনতে পাওয়া যায়না।

আর এইসব ক্ষেত্রে অনলাইন ফার্মেসি সাইট। লোকাল ফার্মেসির থেকেও বেশী ভূমিকা রাখে।

এতে করে, মানুষজন তাদের জরুরী প্রয়োজনে। অনলাইন এর মাধ্যমে ঘরে বসেই ওষুধের অর্ডার করতে পারে।

ইউনিক আইডিয়া

সেরা অনলাইন ব্যবসার আইডিয়া
সেরা অনলাইন ব্যবসার আইডিয়া

৯) ঘরে তৈরি করা খাবার বিক্রয়

শহরের ব্যস্ততম জীবনে। কর্ম ব্যস্ততায় পুরোনো দিনের সেই পিঠা-পুলি। আচার ও সুস্বাদু খাবারসহ হাতে তৈরি হরেক রকমের ঘরোয়া পরিবেশের খাবারের চাহিদা কিন্তু! কোন অংশেই কমেনি।

বরং ঘরোয়া পরিবেশে হাতের তৈরি খাবারের চাহিদাটা। আমাদের দেশের মানুষেরা স্বাভাবিক ভাবেই একটু বেশি পছন্দ করে।

তাই এই অন্যান্য ও সুস্বাদু বাহারি খাবার তৈরি করে। ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইটসহ অনান্য অনলাইন মাধ্যমে ব্যবসাটি শুরু করতে পারেন।

কারণ এই কোয়ালিটির অনলাইন ব্যবসার আইডিয়া এখনোও অনেক মানুষের অজানা রয়েছে। অর্থাৎ বিজনেস কম্পিটিশন কম।

কিন্তু চাহিদা খুব বেশি। সুতরাং আপনার জন্য এই ব্যবসাটি সাফল্যের সিঁড়ি হতে পারে। বসে না থেকে পরিকল্পনা মাফিক শুরু করতে পারেন “ঘরোয়া তৈরি খাবার” এর বিজনেস।

১০) লন্ড্রি ব্যবসা

এই ব্যবসাটি আপনি কোনো রকমের পুঁজি ছাড়াই শুরু করতে পারেন। শহুরে কর্ম-ব্যস্ত জীবণে অবসর সময় পাওয়া যায়না বললেই চলে।

যার কারণে অনেকেই ব্যস্ততার কারণে কাপড় ধোয়া, ইস্ত্রি করা ও পরিস্কার-পরিচ্ছন্নতার সময়টুকু পায়না।

আবার অনেকে সপ্তাহে ছুটি পাওয়ার পরেও। দেখা যায়, আলসেমি’র কারণে লন্ড্রি দোকানে। কাপড়-চোপড় দিয়ে আসে না।

অনেকে আবার প্রয়োজনীয় যেকোন ব্যস্ততার কারণেও সময় পায় না।

সুতরাং এই সুবর্ণ সুযোগটির ব্যবহার করতে পারেন আপনিও। প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট এলাকা বা মহল্লা ভিত্তিক এই ব্যবসাটি চালু করতে পারেন।

এবং অনলাইনের অর্ডারগুলো আপনার বিশ্বস্ত কোন লন্ড্রি দোকানির সাথে চুক্তি করে নিতে পারেন।

Hafizur Rahman

Hi, I am Hafizur Rahman. My profession is writing articles and my hobby is cooking various items. I eat less oily food but love nutritious vegetables and meat. I regularly publish the dishes I like to eat in the form of recipe articles on TastyRecipeBD.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *