বাংলাদেশে আজকের ডলার রেট কত? জানুন (What is the dollar rate today in Bangladesh?)
Onliine এ লেনদেন ও Bank Money Transfer ক্ষেত্রে আগে আমাদের কারেন্সি কনভার্টার দিয়ে বাংলাদেশে আজকের ডলার রেট কত জেনে নিবেন। যেকোনো দেশে Currency Transfer করার পূর্বে ওই কান্ট্রির মুদ্রার রেট কত তা আগে চ্যাক করা উচিত।
ইভেন বাংলাদেশে বৈদেশিক ডলার ট্রান্সফার করার আগে আপনি কোন ব্যাংকের মাধ্যমে ডলার বিনিময় করলে বেশি মুনাফা পাবেন, তা’ আমাদের ডলার রেট চেকারের মাধ্যমে বুুঝুন।
Content Summary
আজকের ডলার রেট
আপনি BDT to USD (বাংলাদেশী টাকা থেকে আমেরিকান ডলার) মুদ্রার মান বিনিময়ের সর্বশেষ আপডেট দেখতে পাবেন। তবে আপনি যেই দেশের মুদ্রার মান ডলারে রূপান্তর করে দেখতে চান, সেটি নিচের কনভার্টারে উল্লেখ করে দেখে নিন।
General Knowledge Panel about Ajker Dollar Rate
Bangladeshi Taka (বাংলাদেশি মুদ্রা) ‘র সংক্ষেপে নামঃ BDT (বিডিটি)।
American Dollar (আমেরিকান মুদ্রা) ‘র সংক্ষিপ্ত নামঃ USD (ইউএসডি) বা US Dollar।
জানুনঃ বাংলাদেশে আমেরিকান ডলার থেকে আজকের টাকার রেট কত?
আজকের ডলার রেট কত দেখার নিয়ম
বাংলাদেশি টাকা থেকে আমেরিকান ডলার রেট (BDT to USD) জানতে আমাদের moneyBag24 Dollar Converter Calculator For Free এর ২য় ঘরে BDT – Bangladeshi Taka সিলেক্ট করুন। এবং ৩য় ঘরে USD – American Dollar নির্বাচন করুন। এরপর Amount এর ১ম ঘরে কত ডলার বা আমেরিকান মুদ্রা দেখতে চান, সেটির সংখ্যা আকারে লিখুন। যেমনঃ ১০০, 500, ১০০০, ৫০০,০০০ টাকা ইত্যাদি। তাহলেই আজকের সর্বশেষ USD to BDT রেট দেখতে পাবেন। যেটি প্রতিনিয়ত অটোমেটিক আপডেট হবে।
যেহেতু আমাদের কারেন্সি ক্যালকুলেটরের মাধ্যমে প্রতিদিনের ডলার রেট অর্থাৎ বাংলাদেশে আজকের ডলার রেট কত সেটার সর্বশেষ মুডিফাইডকৃত তথ্য দেখতে পাবেন। সুতরাং আমাদের ওয়েবসাইটের Dollar Calculator পোষ্টটির URL টি আপনার Social Media (Facebook, WhatsUp, Telegram, etc) টাইম লাইনে শেয়ার করে রাখুন। অথবা আপনার মোবাইলের/কম্পিউটারের Browser এ বুকমার্ক করে রাখুন। তাহলে পরবর্তীতে যেকোন সময় প্রতিদিনের ডলার রেট আপডেট জানতে পারবেন।
আজকে আমেরিকান ডলার থেকে বাংলাদেশি টাকার রেট কত?
যেমনিভাবে বাংলাদেশী টাকা BDT থেকে আমেরিকান ডলার USD রেট দেখেছেন, তেমনিভাবে আমাদের Currency Converter এর মাধ্যমে আমেরিকান ডলার থেকে বাংলাদেশি টাকার রেট জানতে পারবেন। এজন্য-
Taka’r Amount লেখার ঘরের (Swap Currency) আইকনে ক্লিক করুন। অথবা সরাসরি অন্য যেকোন দেশের মুদ্রার মান দেখতে চাইলে, ২য় ঘরে সেটি সিলেক্ট করুন। যেমনঃ BDT – Bangladeshi Taka এবং তৃতীয় ঘরে GBP – Brithish Pound Sterling সিলেক্ট করুন। তাহলে পেয়ে যাবেন বাংলাদেশি মুদ্রায় আজকের ডলার রেট কত সেটার সর্বশেষ সংস্কৃরণকৃত লেটেস্ট তথ্য।
বাংলাদেশী মুদ্রায় সকল দেশের টাকার রেট
মনে করুন, বাংলাদেশের ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকায় অস্ট্রেলিয়ার কত ডলার হবে, এধরণের দেশীয় মুদ্রার সাথে অন্যন্য দেশের মুদ্রার বিনিময় মানদন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সকল দেশের ডলার রেট জানার নিয়ম হলো ডিফল্ড ফাংশনে দেওয়া ২য় ঘরের BDT – Bangladeshi টাকাকে এমাউন্ট আইকন (Swap Currency) তে ক্লিক করে স্ল্যাপ করুন।

আরো সহজে বলতে গেলে, দ্বিতীয় ঘরে (From) AUD – Australian Dollar সিলেক্ট করুন। এবং তৃতীয় ঘরে (To) আপনি যেই দেশের মুদ্রার মান দেখতে চান, সেটি Select করুন। এরপর সবার উপরে Amount অপশনে আপনার ইচ্ছা অনুসারে ডলারের পরিমাণ লিখুন। যেমনঃ $10, $50, $100 বা তার কম/বেশি ইত্যাদি। সংখ্যা প্রদানের সাথে সাথেই Dollr মানের সাথে সিলেক্টকৃত দেশের মুদ্রার মান দেখতে পাবেন।
যেমনঃ AUD $10 = USD $6.45 (অর্থাৎ অস্ট্রেলিয়ান $10 ডলারে আমেরিকান 6.45 ডলার হবে।)
বিশেষ দ্রষ্টব্যঃ আপনার মোবাইলের/কম্পিউটারের Internet Speed Slow হলে, কারেন্সি কনভার্টারটি তুলনামূলক কিছুক্ষণ সময় নিয়ে মুদ্রার মান Auto Update হবে। এটা একান্তই আপনার ডিভাইসের ইন্টারনেট স্পিড জাতীয় টেকনিক্যাল ইস্যুর এর উপর নির্ভর করছে।
আপনারা আরও যে পরিমাণ আজকের ডলার রেট জানতে চান
আপনাদের মধ্যে অনেকেই, বিভিন্ন পরিমাণে আজকের ডলার রেট জানতে চান। তারা আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে আজকের ১০০ টাকা সমান আমেরিকান কত ডলার সেটা জানার মাধ্যমে আপনার ডলারের পরিমাণ এর সাথে তা ভাগ দিন। তাহলে আপনার কাঙ্খিত পরিমাণ বাংলাদেশি টাকার আজকের আজকের রেট আমেরিকান ডলারে কত পাবেন সেটার সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন।
১০০ টাকায় কত ডলার?
আজকে বাংলাদেশী ১০০ টাকা = $0.915 ডলার (প্রায়)।
বাংলাদেশি দশ হাজার টাকায় আমেরিকান কত ডলার?
বাংলাদেশের ১০,০০০ টাকা সমান আমেরিকার $91.52 ডলার প্রায় (বর্তমান রেট অনুসারে)।
১০০০ বিডিটি সমান কত ডলার?
৳১০০০ বিডিটি (BDT – Bangladeshi Taka) = আমেরিকান $9.15 ডলার (Nine Dollar and 15 Cent)।
আমেরিকার $1 এক ডলার = বাংলাদেশের কত টাকা?
আমেরিকার 1 Dollar = বাংলাদেশের ৳১০৯.২৬ (একশত নয় টাকা ছাব্বিশ পয়সা)। তবে World Currency Market এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা ও ইকোনমিক্যাল সংশ্লিষ্ট কারণে ডলারের দাম বৃদ্ধি পেতে পারে আবার কমতেও পারে, টাকার মান টা সেভাবেই হিসেব করবেন।
Disclaimer
আমাদের Auto Currency Converter এর তথ্য অনুযায়ী বাংলাদেশে আজকের ডলার রেট কত হবে, তা সকল লোকাল ব্যাংকের নির্ধারিত পরিমাণের হিসেবের সাথে সবসময় মিল নাও থাকতে পারে। কারণ দেশীয় অনেক Local Bank Branch কর্তৃপক্ষ অনেক সময়, গ্লোবাল Latest Currency Exchange Rate মানে না, বরং নিজেদের সুবিধার্থে কম বেশি করে থাকে। সেক্ষেত্রে, আপনার নিকটস্থ ব্রাঞ্চের Help Line বা Phone Call এ কথা বলে বর্তমানে তাদের সঠিক রেট জেনে নিবেন।