শিক্ষা
Trending

১০ টি সেরা গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট (সম্পূর্ণ ফ্রি)

Best Graphics design learning website

ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট ও টিউটোরিয়াল। সেরা গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, প্রশিক্ষণ, বাংলায় ফটোশপ, ইলাস্ট্রেটর টিপস, ক্রিয়েটিভ ডিজাইনসহ ইত্যাদি বিষয় নিয়েই এখনকার আলোচনা।

গ্রাফিক্স ডিজাইন এখন একটি জনপ্রিয় পেশা। অন্যন্য পেশার তুলনায় এর চাকরির বাজার বেশ সরগরম। এমনিতেও অফলাইন বা অনলাইন মার্কেটপ্লেসগুলোতে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা প্রচুর।

আর অনলাইনে গ্রাফিক্স সংক্রান্ত ফ্রিল্যান্সিং জব তো প্রচুর পাওয়া যায়। এবং একজন দক্ষ ডিজাইনারের চাহিদা আমাদের দেশের দোকান-পাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ীক প্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিস-আদালতেও রয়েছে।

গ্রাফিক্স ডিজাইন কাকে বলে?

সাধারণত চিত্রলেখ বিষয়ক যেকোন শিল্পকর্মকেই গ্রাফিক্স ডিজাইন বলে । আরেকটু সহজ করে বললে, টেক্সট বা নকশা ব্যবহার করে সুন্দর, আকর্ষনীয় এবং মানসম্মত চিত্রকর্ম তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলে।

আর টেকনোলজির ভাষায় নির্দিষ্ট কোন প্রোগ্রাম বা কোন সফটওয়্যারের সাহায্যে যেকোন ডিজাইন তৈরি করলে। সেই ডিজাইনকে গ্রাফিক ডিজাইন বলে। গ্রাফিক শব্দটির বহুবচন হলোঃ গ্রাফিক্স।

গ্রাফিক্স ডিজাইন কত প্রকার

গ্রাফিক ডিজাইন বহু প্রকারের হতে পারে। যেমনঃ 2D, 3D, সিম্বলিক, রিয়ালিস্টিক, ইন্টারেকশন, পিকচার রোল, পিকটোরিয়াল রিপ্রেসেন্টেনশন ইত্যাদি। তবে, সকল গ্রাফিককে দুই ভাবে আমরা বুঝে থাকি।

১) রাস্টারাইজড গ্রাফিক্স
২) ভেক্টর গ্রাফিক্স

গ্রাফিক্স ডিজাইন এ ফ্রিল্যান্সিং

গ্রাফিক্স ডিজাইন শিখে বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের ফ্রিল্যান্সারগণ অনলাইন থেকে প্রচুর টাকা উপার্জন করছে।

পড়তে পারেন
গ্রাফিক্স ডিজাইনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইড লাইন

কেউ কেউ বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এ কাজ করছে। কেউ আবার লোকাল মার্কেটপ্লেস যেমনঃ লিংকডিন এর মাধ্যমে বায়ারদের সাথে চুক্তিবদ্ধ হয়ে ফ্রিল্যান্সিং করছে। এবং ঘরে বসেই প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে।

গ্রাফিক ডিজাইন করে কত টাকা আয় করা যায়?

এই প্রশ্নের উত্তরটি আসলে এক কথায় দেওয়া মুশকিল। তারপর বলছিঃ আপনি যদি গ্রাফিক্স এ ভালো দক্ষতা অর্জন করতে পারেন।

তাহলে এখান থেকে আপনি আপনার কর্মসংস্থানের সন্ধান তো পাবেনই। বরং আরো অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবেন।

অর্থাৎ বাৎসরিক গড় হিসেবে আপনি প্রতিমাসে ত্রিশ হাজার থেকে কয়েক লক্ষ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন।

সেরা গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার

কয়েকটি জনপ্রিয় ও সময় উপযোগী গ্রাফিক ডিজাইন করার সফটওয়্যারের উদারহণ হলোঃ অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরেল ড্র, ভেক্টর গ্রাফিক্স এডিটর, পিক্সেলার, অটোডেস্ক স্কেচ প্রো, পিকটো-চার্ট, এফিনিটি ডিজাইনার, স্কেচ আপ ও মেডিব্যাঙ পেইন্ট ইত্যাদি ।

তবে, আমি আপনাকে পরামর্শ দিচ্ছিঃ আপনি প্রথমে এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ও এডোবি ইন-ডিজাইন। এই তিনটি সফটওয়্যারের কাজ ভালো মত শিখুন।

আপনি শুধুমাত্র এডোবি ফটোশপের কাজ শিখেই প্রতিমাসে মিনিমাম ৩০০০০ টাকার মতো ইনকাম করতে পারবেন। তবে হ্যাঁ, সৃজনশীল দক্ষতাকে কাজে লাগিয়ে অনেকেই শুধুমাত্র ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়েও প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা অনলাইন থেকে ইনকাম করছে।

গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট

অনেকেই গ্রাফিক্স ডিজাইনে প্রশিক্ষণ নেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কোর্স করে থাকেন। এতে করে, আপনি সম্পূর্ণ এক্সপার্ট হতে পারবেন না।

আপনাকে গ্রাফিক জগতে দক্ষতা আনতে হলে, প্রচুর অনুশীলন করতে হবে। প্রয়োজনে ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, অনলাইন গ্রাফিক্স কমিউনিটিসহ গুগলের মতো, সার্চ ইঞ্জিনের মাধ্যমে শিখতে পারেন।

কিন্তু সব প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষ কিন্তু আপনাকে ফ্রিতে নাও শিখাতে পারে। এবং আপনি হয়তো নতুন পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ রিসোর্স নাও খুজে পেতে পারেন।

তাই আপনার কথাই বিবেচনা করে, ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য। জনপ্রিয় কয়েকটি ওয়েবসাইট শেয়ার করলাম।

এই ওয়েবসাইট গুলোতে গ্রাফিক্স সংক্রান্ত প্রচুর টিউটোরিয়াল সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। যার মাধ্যমে আপনি সঠিক চর্চা বা অনুশীলন করে, ঘরে বসেই হয়ে উঠতে পারবেন একজন সুদক্ষ গ্রাফিক্স ডিজাইনার।

ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার সেরা ওয়েবসাইট
ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার সেরা ওয়েবসাইট

ফ্রি গ্রাফিক্স ডিজাইন শেখার সেরা ১০টি ওয়েবসাইট

১) স্ম্যাশিং ম্যাগাজিন (Smashing Magazine)

এই সাইটটি গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য একটি সাইট। এই প্লাটফর্ম থেকে আপনি গ্রাফিক্স ডিজাইনিং এর প্রায় সকল শাখার উপর পর্যাপ্ত পরিমাণ রিসোর্স পাবেন।

২) পিএসডি টুটস (PSD Tuts)

ডিজাইন জগতের বৃহৎ ও জনপ্রিয় আরেকটি ওয়েবসাইট হলোঃ পিএসডি টুটস। এই সাইটটি থেকে মূলত আপনি এডোবি ফটোশপ কেন্দ্রিক কাজগুলো ক্রিয়েটিভিটির সাথে শিখতে পারবেন।

৩) গ্রাফিক্স ডিজাইনার টিপস (Graphic Designer Tips)

এই প্লাটফর্মটির মাধ্যমে আপনি গ্রাফিক সংক্রান্ত ধারাবাহিক ভাবে টিউটোরিয়াল শিখতে পারবেন। এই সাইটটির টিউটোরিয়াল ও শেখানোর কৌশলগুলোতে আমি অত্যন্ত মুগ্ধ।

৪) কাইলুন (Kailoon)

শুধুমাত্র এডোবি ফটোশপ এর কাজ শেখার জন্য এই ওয়েবসাইটটি পারফেক্ট বলে মনে করি।

৫) ফটোশপ স্টার (Photoshop Star)

গ্রাফিক্স ডিজাইন এর টিউটোরিয়াল ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ও পুরোনো একটি সাইট হলোঃ ফটোশপ স্টার।

সুতরাং এখান থেকেও আপনি ডিজাইন সংক্রান্ত ভালো ভালো টিউটোরিয়াল পাবেন।

৬) ফটোশপ রোড ম্যাপ (Photoshop Road Map)

একই বিষয়ে ও একই টপিকসের উপরে একাধিক টিউটোরিয়াল পাবেন এই ওয়েবসাইট থেকে।

যার কারণে, সবচেয়ে সহজ ও আকর্ষনীয় টিউটোরিয়াল ও ডিজাইন কৌশলগুলো আপনি আয়ত্ব করতে পারবেন এই ওয়েবসাইট থেকে।

৭) ফটোশপ টিউটর (PSTut)

এই সাইটটিতে শুধু ফটোশপ নয়, বরং অনান্য গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এর বেশ ভালো ভালো টিউটোরিয়াল পাবেন। তাই এই ওয়েবসাইটটিতেও একটু ঢু মারতে পারেন।

৮) ভার্লিস ব্লগ (veerle)

জনপ্রিয় ডিজাইন ব্লগগুলোর মধ্যে অন্যতম সেরা একটি ডিজাইন-ব্লগসাইট হলোঃ ভার্লিস ব্লগ।

৯) আবদুজিডো (Abduzeedo)

আবদুজিডোও জনপ্রিয় ডিজাইন ব্লগগুলোর মধ্যে একটি। এখানেও আপনি ডিজাইনিং এর উপর অসংখ্য ট্রিপস এবং টিউটোরিয়াল পাবেন।

১০) ক্রিয়েটিভ ব্লক (Creative Bloq)

ডিজাইন জগতে ক্রিয়েটিভিটি বৃদ্ধির জন্য জনপ্রিয় ও সেরা একটি প্লাটফর্ম হলোঃ ক্রিয়েটিভ ব্লক ডট কম।

পড়তে পারেন
গ্রাফিক্স ডিজাইনে সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

গ্রাফিক্স জগতে নিজেকে একজন সৃজনশীল ডিজাইনার হিসেবে গড়তে এই সাইটটি থেকে যাবতীয় টিপস ও টিউটোরিয়াল পেতে পারেন।

বাংলা ভাষায় গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল চ্যানেল

১) 10 Minute School

এই চ্যানেলটির সাহায্যে আপনি গ্রাফিক্স ডিজাইন ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয়ে ভিডিও পাবেন।

তবে, প্লে লিস্ট থেকে আপনি গ্রাফিক্স সংক্রান্ত ভিডিওগুলো দেখলে। বেসিক থেকে শুরু করে ক্রিয়েটিভিটি পর্যন্ত সকল ধরণের একটা পেকেজ টিউটোরিয়াল পাবেন। তাও আবার ফ্রিতে।

২) Creative Pathshala

এই চ্যানেলটির ভিডিওগুলো আপনি ফলো করলে। সাধারণ ক্যামেরা ও ডিএসএলআর ক্যামেরাসহ ফটো শুটিং, ফটো এডিটিং, ইফেক্টিংসহ যাবতীয় টিউটোরিয়াল পাবেন সম্পূর্ণ বাংলা ভাষায়।

৩) Graphic School

লোগো ডিজাইন, টি-শার্ট ডিজাইন, পোষ্টার ডিজাইন ও ভিসিটিং কার্ডসহ প্রচলিত ডিজাইন সংক্রান্ত সকল টিউটোরিয়াল পাবেন এই চ্যানেলটি থেকে।

৪) Tech Bank

যারা এডোবি ফটোশপ 7.0 ব্যবহার করেন। এবং ফটোশপ জগতে একদমই নতুন। তারা এই প্লেলিস্ট এর ভিডিও গুলো দেখে শিখতে পারেন।

৫) Orro it

এই চ্যানেলটির উল্লেখিত প্লে লিস্ট এর লিংকে ক্লিক করে আপনি এডোবি ইলাস্ট্রেটর এর উপর সম্পূর্ল টিউটোরিয়াল পাবেন।

এছাড়াও আপনি আপনার পছন্দ মতো, ইউটিউবে সার্চ করে ডিজাইন বিষয়ে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখে গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত যাবতীয় কাজ শিখতে পারেন।

এডোবি ফটোশপ শিখার জন্য আকর্ষনীয় দুটি চ্যানেল। যেগুলো থেকে আমি নিজে গ্রাফিক্স ডিজাইনিং এর উপর অনেক জ্ঞান অর্জন করেছি।

বলতে পারেন, গ্রাফিক্স এর এডভান্স টুলসের কাজগুলো আমি এখান থেকেই শিখেছি।

১) Tapash Editz

২) Sanjay Kumar Swami

এডোবি ইলাস্ট্রেটর শিখার জন্য দুটি ইউটিউব চ্যানেল। যেগুলো আমি আপনাকে সাজেষ্ট করছি।

১) Dansky

২) Adobe illustrator tutorials – How to Design a Logo

আশা করি, এতক্ষণে আপনি ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য। পর্যাপ্ত দিক-নির্দেশনা পেয়েছেন। তারপরও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে। তাহলে , কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।।

Rahman Hafizur

Hi, I am Hafizur Rahman. My profession is writing articles and my hobby is cooking various items. I eat less oily food but love nutritious vegetables and meat. I regularly publish the dishes I like to eat in the form of recipe articles on TastyRecipeBD.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *