দুবাই টাকার রেট বাংলাদেশ – আজকে দুবাইয়ের টাকার রেট কত? (Ajke Dubai Takar Rate Koto)
দুবাই থেকে ব্যাংকিং লেনদেন এবং অনলাইন মানি ট্রান্সফারের ক্ষেত্রে দুবাই টাকার রেট বাংলাদেশ অর্থাৎ Bangladesh এ আজকে দুবাইয়ের টাকার রেট কত? (Ajke Dubai Takar Rate Koto Bangladesh) জেনে নেওয়া ভালো। বাংলাদেশের সাথে সম্পৃক্ত অর্থনৈতিক লেনদেনের আগে, কারেন্সি ট্রান্সফার করার পূর্বে ওই কান্ট্রির মুদ্রার রেট বাংলাদেশী মুদ্রায় কত টাকা হবে তা জেনে নেওয়া আপনার নাগরিক দায়িত্ব।
এমনকি আন্তর্জাতিক ডলার লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশের কোন ব্যাংকের মাধ্যমে ডলার ট্রান্সফার করলে বেশি মুনাফা পাবেন বা ইউনাইটেড আরব আমিরাতের তথা দুবাই থেকে রেমিট্যান্স পাঠালে কোন ব্যাংকে উইথড্রো করার বিনিময়ে বেশি মুনাফা পাবেন তা আমাদের Dubai To Bangladesh Currency Converter য়ের মাধ্যমে জেনে নিন।
Content Summary
দুবাই টাকার রেট বাংলাদেশ
আপনি AED to BDT (ইউনাইটেড আরব আমিরাত দুবাই দিরহাম থেকে বাংলাদেশি টাকা) মুদ্রার মান বিনিময়ের Latest Update দেখে নিন এখান থেকে।
খুশির কথা হলো, এই কনভার্টারের মাধ্যমে আপনি চাইলে যেকোন দেশের টাকার মান জানতে পারবেন। এজন্য যেই কান্ট্রির মুদ্রার মান বাংলাদেশি টাকায় কনভার্ট করতে চান, সেই দেশের নাম ও পরিমাণ উল্লেখ করলেই হবে। ব্যস।
G.K Panel About Ajker Dubai Takar Rate Koto
United Arab Emirates Dirham (দুবাইয়ের মুদ্রা) ‘র সংক্ষিপ্ত নামঃ AED (এইডি) বা Emirate Dirham।
Bangladeshi Taka (বাংলাদেশি মুদ্রা) ‘র সংক্ষেপে নামঃ BDT (বিডিটি)।
আজকে দুবাইয়ের টাকার রেট দেখার নিয়ম
আরব আমিরাতের দিরহাম থেকে বাংলাদেশি টাকায় আজকের দুবাই টাকার রেট বাংলাদেশ (AED to BDT) জানতে আমাদের মানিব্যাগ২৪.কম Dirham Converter Calculator Free Tools এর দ্বিতীয় (২য় তম) ঘরে AED – Emirati Dirham নির্বাচন করে নিন। এবং তৃতীয় (৩য় তম) ঘরে BDT – Bangladeshi Taka সিলেকশন করুন। এর সর্বপ্রথমে দেওয়া এমাউন্টের ঘরে কতো দিরহাম বা Emirati Dirham বাংলার টাকায় রুপান্তর করে দেখতে চান, সেটি সংখ্যা আকারে ইংরেজিতে লিখুন।
যেমন – 100 د., 800 ইত্যাদি। তাহলেই বাংলাদেশে আজকে দুবাই টাকার রেট কতো Today AED to BDT Rate দেখতে পাবেন। এবং আমাদের এই তালিকাটি প্রতিনিয়ত আপডেট হতে থাকবে, ইনশাআল্লাহ।
আমাদের এই দুবাইয়ের টাকার রেট ক্যালকুলেটরের সাহায্যে প্রতিদিনের দিরহাম রেট অর্থাৎ বাংলাদেশে আজকে আরব ইমিরাতের দিরহাম রেট কত টাকা, সেটার Latest Modifiyed Currency Update দেখবে পারবেন। তাই আমাদের Website এর Dirham Calculator ব্লগটির এড্রেস লিংক (URL) সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন অথবা ব্রাউজারে Book Mark অপশন থেকেও সেভ করতে পারেন। যার ফলে, নেক্সট যেকোন সময় রেগুলার দুবাই দিরহাম রেট সংক্রান্ত আপডেট পাবেন সহজেই।
বাংলাদেশি টাকায় দুবাই আজকের টাকার রেট কত?

যেই নিয়মে দুবাই দিরহাম AED থেকে বাংলাদেশী টাকার রেট BDT দেখতে পেয়েছেন, ঠিক তার বিপরিত নিয়মে আমাদের এই Emirates Dirham Currency Converter য়ের সাহায্যে বাংলাদেশী টাকা থেকে দুবাইয়ের দিরহামের রেট জানতে পারবেন। যেমন –
টাকা”র সংখ্যার ঘরে (১ম ঘর = Swap Currency) icon এ ক্লিক করুন। অথবা ডিরেক্ট অন্য যেকোন কান্ট্রির মুদ্রার মান দেখতে চাইলে, দ্বিতীয় (২য়) ঘরে BDT – Bangladeshi Taka এবং তৃতীয় (3rd) ঘরে د.إ AED – Emirati Dirham চয়ন করুন। এভাবেই পাবেন, বাংলাদেশী মুদ্রায় আজকের দুবাই দিরহাম রেট কত সেটার সর্বশেষ আপডেটকৃত ইনফরমেশন।
বিঃদ্রঃ- আপনার ডিভাইসের উপর আমাদের কারেন্সি কনভার্টারের পারফমেন্স নির্ভর করছে। অর্থাৎ, আপনার ইন্টারনেট স্পিড স্লো হলে, ক্যালকুলেটরটি স্বয়ংক্রিয়ভাবে কিছুক্ষণ সময় পর মুদ্রার মানের আপডেট অটোমেটিকভাবে শো করবে।
দুবাই টু বাংলাদেশ টাকার রেট
প্রশ্নঃ দুবাই টাকার রেট | ১ দিরহাম = কত টাকা? উত্তরঃ বর্তমান ব্যাংকিং রেট অনুযায়ী ১ দিরহাম = ২৯ টাকা ৯০ পয়সা।
দুবাই টাকার রেট বিকাশ
আজকে দুবাইয়ের টাকার রেট বিকাশ কর্তৃক د.إ ১ দিরহাম = ২৯.৮৮ টাকা। তবে এর মানটি স্থির নয়, বরং লেনদেন করার আগে bKash কর্তৃপক্ষের সাথে লাইভ সাপোর্টে বা হেল্প লাইনে কথা বলে দুবাই টাকার রেট বিকাশ এর লেটেস্ট তথ্য জেনে নিবেন।
আরব আমিরাত টাকার রেট বাংলাদেশ
আজকের আরব আমিরাত দিরহাম থেকে বাংলাদেশী টাকা এর মুদ্রা বিনিময় মান د.إ 100 দিরহাম (AED) = 2,987.87 BDT (কথায় – দুই হাজার সাতাশি টাকা সাতাশি পয়সা মাত্র)। 10 AED = 298.79 BDT অর্থাৎ, 1 AED = 29.88 BDT এবং 1 BDT = 0.03 AED দিরহাম।
দুবাই মুদ্রার নাম ও সিম্পল কি?
দুবাই মুদ্রার নাম আমিরাতি দিরহাম এবং সিম্পল হলো د.إ । যেহেতু দুবাই হলো ইউনাইটেড আরব আমিরাতের রাজধানীর নাম, তাই দেশের নাম অনুসারে দুবাইয়ের মুদ্রাকে আমিরাতি দিরহাম বলা হয়।
Disclaimer,
মানিব্যাগ২৪.কম কর্তৃক Emirati Dirham Auto Converter এর তথ্যানুযায়ী দুবাই টাকার রেট বাংলাদেশ অর্থাৎ, আজকে দুবাইয়ের টাকার রেট কত হবে, তা সমস্ত লোকাল ব্যাংকের নির্ধারিত টাকার মানের সাথে সর্বদা সাদৃশ্যপূর্ণ নাও হতে পারে। কারণ, দেশের অনেক ব্যাংকের লোকাল ব্র্যাঞ্চ কর্তৃক প্রায়শই গ্লোবাল কারেন্সি রেট মান্য করে না।
জানুনঃ বাংলাদেশে আজকের ডলার রেট কত? (What is the dollar rate today in Bangladesh?)
বরং তারা নিজেদের সংশ্লিষ্ট সুবিধার্থে দিরহামের রেট তারতম্য আকারে কমবেশি করে থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ ব্রাঞ্চের হেল্প লাইনে বা সরাসরি আলাপ করে তাদের নির্ধারিত আজকের দুবাই টাকার রেট নিজ দায়িত্বে জেনে নিবেন।