হাতের পাঁচ আঙুলের নাম বাংলা, ইংরেজি ও আরবিতে
আজকে জানবো হাতের পাঁচ আঙুলের নাম বাংলায়, ইংরেজিতে এবং আরবি ভাষায়। অনেকেই হয়তো বাংলাতে হাতের ০৫ টি আঙ্গুল এর নাম সঠিকভাবে নাও জানতে পারে। সেজন্য বাংলা ভাষায় হাতের পঞ্চ আঙ্গুলিকে কি নামে ডাকে, এবং কোনটাকে ইংরেজীতে কী বলে এটাও আমাদের জন্য জানাটা খুব বেশি জরুরী।
এছাড়াও আরবিতে হাতের ০৫ আঙুলের নাম কি এবং এর উচ্চারণ কি হবে, সে সম্পর্কেও জানবো এই আর্টিকেলের মাধ্যমে। ইনশাআল্লাহ। চলো জেনে নেই –
Content Summary
হাতের পাঁচ আঙুলের নাম বাংলায়
বাংলাতে হাতের ০৫ আঙ্গুলের নাম হলো: ১) বৃদ্ধাঙ্গুলি, ২) তর্জনী, ৩) মধ্যমা, ৪) অনামিকা, ৫) কনিষ্ঠা আঙ্গুল।
ইংরেজিতে হাতের পাঁচ আঙুলের নাম
ইংরেজিতে হাতের ০৫ আঙ্গুলের নাম উচ্চারণসহ:
- Thumb ( থাম ) = বৃদ্ধাঙ্গুলি,
- Index Finger ( ইনডেক্স ফিঙ্গার ) = তর্জনী,
- Middle Finger ( মিডেল ফিঙ্গার ) = মধ্যমা,
- Ring Finger ( রিং ফিংগার ) = অনামিকা,
- Little Finger বা Pinky ( লিটল ফিংগার / পিংকি ) = কনিষ্ঠা।
আরবিতে হাতের ৫ আঙুলের নাম

আরবি ভাষায় হাতের ০৫ আঙুলের নাম বাংলা ও বাংলিশ উচ্চারণসহ দেওয়া হলো:
- إِبْهام ( Ibhaam/ ইবহাম ) = বৃদ্ধাঙ্গুলি,
- سَبّابة ( Sabbaaba / সাব্বাবাহ / সাব্বাবাতুন ) = তর্জনী,
- وُسْطَى ( WusTaa / উসতা ) = মধ্যমা,
- بِنْصِر ( BinSir / বিনসার ) = অনামিকা,
- خِنْصِر ( KhinSir / খিনসার ) = কনিষ্ঠা আঙ্গুল।
একাডেমিক পর্যায়ের আরো কিছু লেখা পড়ুন এখান থেকে
এডুকেশনাল রিলেটেড পোষ্ট: হাতের পাঁচ আঙুলের নাম বাংলায়, আরবিতে এবং ইংরেজিতে উচ্চারণ সহ দিয়েছি। শিশু শ্রেণী থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষায় হাতের ০৫ আঙ্গুলের নামসহ প্রশ্ন আসতে পারে, আশা করি উত্তরটি কিভাবে লিখবে তা বুঝতে পেরেছো।